পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সবচেয়ে হাইলাইটেড সেলিব্রেটি হিসেবে পরিচিত উরফি জাভেদ। তার স্টাইল এবং পোশাকের ধরণই তাকে সর্বদা স্পটলাইটে নিয়ে এসেছে। কাঁচ, পাথর থেকে শুরু করে ফুল, পাতাকেও তিনি পোশাক হিসেবে ব্যবহার করতে ছাড়েননি। আর যখনই এসব অদ্ভুত রকমের পোশাক পরে জনসমক্ষে বেরিয়েছেন, তখনই সেই ফটো বা ভিডিও ঝড়ের গতিবেগে ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্বেও দুবাই সরকার নিজদেশে ঢুকতে অনুমতি দিলো না তাকে। এয়ারপোর্ট থেকেই ফিরে যেতে হলো উরফিকে।
সমালোচনার খাতিরেই হোক বা প্রশংসা, সম্প্রতি উরফি জাভেদের নাম সকলের মুখে। হঠাৎই উরফি একটি নতুন সমস্যার সম্মুখীন হন। নাহ্! এবার তার পোশাক বা স্টাইলের জন্য নয়। এবার তিনি সমস্যায় পড়েছেন তার নাম-এর কারনে। দুবাই অভিমুখী উরফি হঠাৎ ক্ষোভে ফেটে পড়েন।
হঠাৎ এই ক্ষোভের কারণ কি জানেন? কারণটি হল তার পাসপোর্ট। তার ইন্টারন্যাশনাল পাসপোর্টে একক নাম অর্থাৎ শুধু উরফি থাকায়, তিনি আরব আমিরশাহিতে প্রবেশ করতে পারবেন না। ২১শে নভেম্বরে কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমের দ্বারা ঘোষিত হয়েছে যে, কারো পাসপোর্টে যদি একক নাম থাকে পদবী ছাড়া, আরব তাদের গ্রহণ করতে অক্ষম হবে। ঘোষণা করা হয়, যে কোনও পাসপোর্ট ধারক একটি একক নামের (শব্দ) সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহী দেশে প্রবেশাধীকার পাবে না এবং যাত্রীকে INAD হিসাবে বিবেচনা করা হবে।
এই ঘোষণা অনুযায়ী, উরফির দুবাই যাওয়া স্বভাবতই আটকে যায়। ‘বিগ বস’ ওটিটির মত বিখ্যাত মঞ্চ থেকে বেরিয়ে আসা এই উরফি বর্তমানে সর্বদাই চর্চার আলোকে থাকেন। সম্প্রতি তাকে দেখা যায় এমটিভি চ্যানেলের বিখ্যাত রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’-তে। এছাড়াও ফ্যাশন আইকন উরফিকে প্রায়শই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখা যায়। আজ হঠাৎ সেই উরফিরই দুবাই-এর যাত্রাপথে পড়ল বাঁধা। এই সমগ্র বিষয়টি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভক্তদের সাথে শেয়ার করেন উরফি।