ওয়েব ডেস্কঃ গোটা দেশজুড়ে হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এমনকি দিল্লি হাইকোর্টে হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি কে ঘিরে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই প্রাইভেসি পলিসি কে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপ ইউজার আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিভিন্ন বাধা এবং পরিস্থিতির বিচার করে হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে জানানো হয়েছে ৮ ফেব্রুয়ারি তাদের নয়া প্রাইভেসি লাগু হবে না।
বর্তমানে হোয়াট্সঅ্যাপ ব্যবহার করেনা এমন মানুষ খুবই কম। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে তাদের নতুন প্রাইভেসি পলিসি সামনে আসার পর থেকেই শুরু হয় প্রবল বিতর্ক। দেশজুড়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষা থাকবে কিনা, তা নিয়েই আশংকা তৈরি হয়েছে। অনেক হোয়াটসঅ্যাপ ইউজার হোয়াটসঅ্যাপ ছেড়ে সিকিউরিটি, টেলিগ্রাম, সিগন্যাল এর মত অ্যাপগুলি ব্যবহার করা শুরু করেছে। নয়া প্রাইভেসি পলিসির জন্য এক ধাক্কাতেই মিলিয়নেরও বেশি কমে গেল হোয়াটসঅ্যাপ ইউজার।
শেষমেষ প্রবল চাপের মধ্যে পড়ে হোয়াটসঅ্যাপ সংস্থা পিছুপা হতে বাধ্য হল। ৮ ফেব্রুয়ারি ২০২১ এই নতুন নিয়ম লাগু হবে না, হোয়াটসঅ্যাপ সংস্থা এসব পরিস্থিতি বিচার করে আরও তিন মাস সময় নিল।
হোয়াটসঅ্যাপস সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছিল, তাদের নোয়া প্রাইভেসি পলিসি স্বীকার না করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ বা ডিলিট হয়ে যাবে ৮ ফেব্রুয়ারির পর। কিন্তু বর্তমানে প্রবল চাপের মধ্যে পড়ে আরও ৩ মাস সময় নিচ্ছে ইউজারদের বোঝাতে।
তবে হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, “নয়া আপডেট কেবলমাত্র ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ এর জন্য। নতুন প্রাইভেসি পলিসি তে আপনার তথ্য সুরক্ষিত থাকবে”। ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপের কোন তথ্য শেয়ার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তারা। তবে হোয়াটসঅ্যাপের ব্যক্তি তথ্য সুরক্ষা নিশ্চিত করে, আশঙ্কা দূর করে তবেই বাজারে নয়া আপডেট আনবে হোয়াটসঅ্যাপ সংস্থা এমনটাই জানিয়েছে তারা।
তবে হোয়াটসঅ্যাপ ইউজারদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, কতটা সুরক্ষিত থাকবে ব্যক্তি তথ্য?
হোয়াটসঅ্যাপ সংস্থা এই সূত্রে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের কোনো গোপনীয় মেসেজ কিংবা কোন তথ্য নেয়না। এবং তারা কি কি তথ্য ইউজারদের কাছ থেকে নিয়ে থাকে। সে বিষয়ে সংস্থার নিজস্ব সাইটে একটি লিস্ট সহ নথি প্রকাশ করেছে শুক্রবার।হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠছে কয়েক বছর ধরেই। এই উস্কানিমূলক বার্তা ছড়ানো রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবার কথা জানিয়েছে।