পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের ভাষণ মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এক কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রথমবার নয়, এর আগেও বহু মন্ত্রী বক্তৃতা মঞ্চে অচৈতন্য হয়ে পড়েছেন। তবে এবার বাংলা সফরে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে এক অনুষ্ঠান-মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনার সাথে সাথেই প্রাথমিকভাবে তাকে চিকিৎসার আওতায় আনা হয়। চিকিৎসকদের দাবি, সুগার লেভেল হ্রাস পাওয়ার ফলেই অসুস্থ হয়ে পরেন তিনি।
শিলিগুড়ির দাগাপুর এলাকার শিব মন্দির থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তার শিলান্যাস উপলক্ষে একটি বক্তৃতা সভার আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা নাগাদ সেখানে মূল অতিথি হিসাবে রাস্তার শিলান্যাস করতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। অনুষ্ঠানে শিলান্যাস শেষ করে বক্তৃতা মঞ্চে নিজের বক্তব্য রাখার সময় অসুস্থবোধ করেন নীতিনজি। তৎক্ষণাৎ নিকটস্থ গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়ে তাকে।
গড়কড়ির যাওয়ার কথা ছিল ডালখোলা একটি উদ্বোধনী অনুষ্ঠানে তবে বৃহস্পতিবার দার্জিলিং মোড় এর কাছে দাগাপুর মাঠে রাস্তায় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। ওই অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তার পরই তড়িঘড়ি করে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে পাশের গ্রিনরুমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই গ্রিনরুমে করিডর করে একটি চিকিৎসককে আনা হয়েছিল সেখানে।
এরপর প্রাথমিক চিকিৎসার পর শারীরিক উন্নতি না হওয়ায় তাকে দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের বাড়িতে তিন চিকিৎসকের অধীনে আনা হয়। সেখানে যথাযত চিকিৎসা চলে তার। সুত্রের খবর, এরপর তিনি সুস্থ বোধ করেন।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নীতিন গড়করি যদি আরও অসুস্থ হয়ে পড়েন তাহলে ডালখোলা কর্মসূচি বাতিল হতে পারে। আর কোন ঝুঁকি না নিয়ে নীতিন গড়করি দিল্লি নিয়ে যাওয়া হবে।
চিকিৎসক জানিয়েছেন, গরমের কারণে শরীর খারাপ হয়েছিল। ইসিজি, সুগার এবং ব্লাড প্রেসার টেস্ট করা হয়েছে। আমি পরামর্শ দেবো তাকে বিশ্রাম নেওয়ার। আলাদা ভাবে আমি কোনো ওষুধের পরিবর্তন করিনি। ওনার আগের ওষুধই এখনো চলবে।