পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট প্রায় শেষের পথে। বিধানসভা ভোটকে ঘিরে প্রথম থেকেই সারা রাজ্যে তৈরি হয়েছিল অশান্তির আবহ। এমত অবস্থায় বিধানসভা ভোটের প্রায় শেষ লগ্নে এসে আবারও অশান্ত হয়ে উঠেছে রাজ্য। এবারে ভোটের আগের দিন সকালেই মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠলো টিটাগড়।
বিধানসভা নির্বাচনের শেষ লগ্নেও অশান্ত পশ্চিমবঙ্গ। সকালেই রাজ্যের টিটাগড়ে বিস্ফোরণের কেঁপে ওঠে এলাকা। সূত্রের খবর, বেআইনিভাবে বোমা বাঁধতে গিয়ে ঘটে এই বিপত্তি। বোমা বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ। ঘটনাস্থলে তৎক্ষণাৎ মৃত্যু হয় রাজকুমার যাদব নামে এক ব্যক্তির। যিনি আবার পেশায় ছিলেন গাড়ি চালক।
গাড়ি চালক রাজকুমার যাদব ছাড়াও ঘটনাস্থলে এক ব্যক্তি আহত হন। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সাংঘাতিক ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন। তারা সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে দেয়। পুলিশ প্রশাসন উক্ত ঘটনার কারণ নিয়ে তদন্ত করছে, বলে সূত্রের খবর।
অন্যদিকে আগামীকাল টিটাগড়ে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে প্রথম থেকেই শাসক দল তৃণমূল এবং বিরোধী পক্ষ বিজেপির সাথে সংঘাত চরমে ওঠে। ফলে নন্দীগ্রাম থেকে শীতলকুচি একের পর কেন্দ্রে পাওয়া যায় হিংসার চরম ছাপ।
বিধানসভা ভোটের আগের দিন টীটাগড়ে এমন মারাত্মক বিস্ফোরণ এলাকা বাসীকে রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনার পুরো তদন্ত চলছে। কিন্তু এই ঘটনার পেছনে কে বা কারা দায়ী তা এখনও জানা যায় নি। আগামীকাল নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।