নারদা কাণ্ড, সিবিআই, সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, শোভন চ্যাটার্জি, মদন মিত্র, সুপ্রিম কোর্ট
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- নারদ মামলায় চার অভিযুক্ত মদন মিত্র, শোভন চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, সৌগত রায়কে গৃহবন্দী থাকার আদেশ দিয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিবিআই এই আদেশ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে গতকাল রাতেই। সিবিআই-এর মন্তব্য, যতদিন তদন্ত না হচ্ছে ততদিন ৪ জন হেভিওয়েটকে জুডিশিয়াল কাস্টডিতে রাখা হোক।

আজ কলকাতা হাইকোর্টে পাঁচজন বিচারপতি ডিভিশন বেঞ্চ এর সামনে নারদ মামলার শুনানির প্রক্রিয়া চলবে। গত শুক্রবার নারদ মামলা তদন্তের জন্য পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়। এদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি হরিশ ট্যাঁনডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

আজই দেখানো হবে সেই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ, যেখানে এসএসকেএম হাসপাতালের ওয়ার্ডে নারদ কান্ডে অভিযুক্ত ৩ জন নেতা হেঁটে চলে বেড়াচ্ছেন। সেখানে শোভন চ্যাটার্জীর বান্ধবী বৈশাখী ব্যানার্জিও উপস্থিত ছিলেন। অসুস্থ নেতারা কি করে এভাবে হেঁটে চলে বেড়াতে পারছেন ? আর সেখানে বৈশাখী দেবীই বা কি করছেন ? এই ফুটেজ দেখিয়ে আজ হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এর সামনে প্রশ্ন তুলবে সিবিআই।

গত শুক্রবারের শুনানিতে প্রথম থেকেই হেভিওয়েটদের জামিনের বিষয় নিয়ে দুই বিচারপতির মধ্যে মতের পার্থক্য হতে দেখা যায়। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাদের জামিন দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু অন্যদিকে ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল তাদের গৃহবন্দী রাখার পরামর্শ দেন। শেষ পর্যন্ত বিচারপতিদের মতপার্থক্য একই রকম থাকায়, শুনানিটি বৃহত্তর বেঞ্চ-এর কাছে পাঠিয়ে দেওয়া হয়।

জানা যায়, বিচারপতিদের যা বক্তব্য ছিল এবং যেখান থেকে মামলার শুনানির আলোচনা শুরু হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়েই বর্তমান শুনানিটি শুরু হবে। নারদ মামলা নিয়ে আইনজীবীদের বক্তব্য বিচারপতিদের সামনে তুলে ধরা হবে, যাতে বিচারপর্বটি অতি শীঘ্রই সম্পাদিত হয়।