পশ্চিমবঙ্গ ডেস্কঃ এক ক্লিকে পুরো বিশ্ব হাতের মুঠোয়। বিজ্ঞান-প্রযুক্তির দুনিয়ায় কত কিছুই ঘটে চলেছে। চোখে তাকমা লাগিয়ে দেওয়ার মতো। বিজ্ঞান-প্রযুক্তি একের পর এক নতুন প্রচেষ্টায় গড়ে তুলছে নিত্য নতুন মোবাইল ফোন।
মোবাইল সংস্থাগুলির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে। মোবাইল সংস্থাগুলি একের পর এক নয়া ফ্রী চার্জ নিয়ে নতুন মোবাইল নিয়ে আসছে বাজারে। ব্যবহারকারীদের মধ্যে ও তা খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে ফোল্ডিং মোবাইল। যা ব্যবহারকারীদের মন জয় করেছে। খুবই সহজে যেকোনো ছোট পকেটে ক্যারি করা যাবে। ইতিমধ্যেই ফোন গুলি জনপ্রিয় হয়ে উঠেছে।
মোবাইল সংস্থাগুলি মিড রেঞ্জের ফোল্ডিং ফোন নিয়ে ইতিমধ্যেই বাজারে ব্যবহারকারীদের মন জয় করেছে Samsung galaxy Z flip, Samsung galaxy fold, Motorola razr 5G.
এবার জনপ্রিয় অ্যাপেল (apple) সংস্থা নয়া ফোল্ডিং ফোন বাজারে নিয়ে আসতে চলেছে। ইতিমধ্যেই তার ডিজাইন ও তার লুক কেমন হবে সেটাও প্রকাশ্যে এসেছে।
জনপ্রিয় সংস্থা অ্যাপেল এই ফোনটির মডেল এর নামকরণ করেছে iPhone flip. এই ফোনটি তে ৬.১ ইঞ্চির বড় এইচডি প্লাস স্ক্রীন দেওয়া হয়েছে। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Apple A15 Bionic (5 nm). এছাড়াও Apple flip ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে Hexa-core (2×3.1 GHz Firestorm + 4×1.8 GHz Icestorm) Processor । iPhone flip টি দুটি ভ্যারিয়েন্ট এর সঙ্গে ভারতে লঞ্চ করবে। ২৫৬ জিবি রোম ও ৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি রোম ও ৬ জিবি র্যাম। ফোনটিতে থাকবে একটি ৩৫২০ এমএইচএ শক্তিশালী ব্যাটারি।
আইফোন ফিল্ম ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আছে আইওএস ভি১৫ (IOS V15)। এছাড়াও আইফোন ফিলিপ (iPhone Flip) ফোনটিতে অন স্ক্রীন ফিঙ্গারপ্রিন্ট সেনসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফি করার জন্য ফোনটির পেছনে দেওয়া হয়েছে ৩ টি ক্যামেরা এবং মিষ্টি সেলফি তোলার জন্য সামনে দেওয়া হয়েছে একটি সেলফি ক্যামেরা। এবং ফোনটি 5G, 4G, 3G এবং 2G সাপোর্ট।
Apple iPhone flip ফোনটি ভারতের বাজারে আশা করা যাচ্ছে ৩০ শে সেপ্টেম্বর ২০২১ লঞ্চ করবে। ফোনটির দাম আনুমানিক ৮৭ হাজার টাকা থেকে ৯৪ হাজার টাকা এরমধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।