coronavirus, corona, covid-19, করোনা ভাইরাস, corona 4th wave
Corona Update: ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, দৈনিক করোনা সংক্রমণ ১৭ হাজারের গণ্ডি পেরালো | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে ফের বেড়ে চলেছে করোনা সংক্রমণ, রীতিমতো দরজায় কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী এক ধাক্কায় দেশের করোনা সংক্রমণ ১৭ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে।

করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ এর পরিসংখ্যান ভাবাচ্ছে চিকিৎসকদের। চিকিৎসাবিদরা জানিয়েছেন, করোনার চতুর্থ ঢেউ যে এসে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে, গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৩৬৩ জন মানুষ।

গতকালের তুলনায় আজ প্রায় ৪ হাজারেরও বেশি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী করোনা সংক্রমনের সংখ্যা ছিল ১৩ হাজার। তবে শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার, যা রীতিমতো মাথাচাড়া দিয়ে বসেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ রোগ করোনাভাইরাস এর বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৯ জন মানুষ। এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে প্রায় ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৬ জন মানুষ করোনাকে পরাজয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে করোনা আক্রান্ত রোগীর অ্যাক্টিভ কেসের সংখ্যা সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘন্টায় ১৩ লক্ষেরও বেশি মানুষকে টিকাকরন করা হয়েছে। এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য টিকা দেওয়া সম্ভব হয়েছে ১৯৬ কোটি ৭৭ লক্ষেরও বেশি।