লতা মঙ্গেশকর, Lata Mangeskar, শাহরুখ খান, ঊর্মিলা
'কিভাবে এত নিচে নামতে পারে' লতাজির শেষকৃত্যে শাহরুখের দোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন উর্মিলা

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত রবিবার সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়ত হন। বিখ্যাত এই গায়িকার শেষকৃত্যে অনেক নামিদামি বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের দেখা মিলেছিল। সেখানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। তবে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে লতাজির আত্মার শান্তি কামনা করে দোয়া করছেন কিংবদন্তি অভিনেতা এসআরকে। তবে সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়েই শোরগোল নেটপাড়ায়।

হরিয়ানার এক বিজেপি নেতার টুইটে অভিযোগ করা হয় যে, সুর সম্রাজ্ঞী লতাজিকে শেষ শ্রদ্ধা জানানোর সময় “থুতু ফেলেছে শাহরুখ খান”। তাই নিয়ে ইতিমধ্যেই শাহরুখ খানকে নিয়ে উত্তপ্ত নেট পাড়া। শাহরুখ খান এর বিরুদ্ধে এই অভিযোগে ক্ষোভ উগরে দিতে ভোলেনি বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা। নেটিজেনদের মতোই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরও। লতাজির শেষ শ্রদ্ধা জানাতে উর্মিলা তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।

বিজেপি নেতার টুইটকে নিশানায় নিয়ে একটি সাক্ষাৎকারের উর্মিলা জানিয়েছেন, মানুষ এতটাই নীচে নেমে গিয়েছে যে তাদের মনে হয় যে, প্রার্থনা করা মানে থুতু ফেলা। এছাড়াও তিনি আরও জানান, রাজনীতি এতোটাই নিচে নেমে গিয়েছে যে গোটা বিষয়টি দুঃখজনক। কিং খান এমন একজন অভিনেতা যিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। উর্মিলার পাশাপাশি আরও অনেক বলিউড তারকারা কিং খানের পক্ষে মন্তব্য করেছেন। অনেকেই জানিয়েছেন, শাহরুখ যেটা করেছেন, সেটা “ধর্ম নিরপেক্ষ” ভারতবর্ষের পরিচয় দেয়”।

লতাজির শেষ কার্য সম্পন্ন করার জন্য তার শবদেহকে রবিবার বিকালে শিবাজী পার্কে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতা থেকে শুরু করে বড় বড়  ভিআইপিরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহরুখ খানের ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিং খান এবং তার ম্যানেজার পূজা ডাডলানি লতা-জির আত্মার শান্তি কামনা করছেন। শাহরুখ খান দোয়া করে গায়িকার আত্মার শান্তি কামনা করছেন এবং পূজা দুই হাত জড়ো করে প্রার্থনা করছেন। এছাড়াও সেখানে দেখা যাচ্ছে, লতা-জিকে ফুল দিয়ে আত্মার শান্তি কামনা করলেন পূজা এবং লতাজির পা ছুঁয়ে নমস্কার করলেন শাহরুখ খান।