উসেইন বোল্ট, বিরাট কোহলি, আইপিএল, আইপিএল ২০২১, virat kohli, Usain Bolt
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাত পোহালেই শুরু হবে আইপিএল। আগামী ৯ এপ্রিল শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর খেলার মধ্যে দিয়ে ঘন্টা বাজবে এবারের আইপিএলের।

আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সি পরে উসেইন বোল্ট টুইটারে একটি ছবি টুইট করেছেন। উসাইন বোল্ট হলেন অলিম্পিকে স্বর্ণ পদক বিজয়ী বিশ্বের দ্রুততম স্প্রিন্টার। অলিম্পিকে ১০০ মিটার থেকে শুরু করে ২০০ মিটার এর দৌড়ে বিশ্ব রেকর্ড এর অধিকারী উসেইন বোল্ট।

২০২১ এ আইপিএল টুর্নামেন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কি তিনি ? উত্তরটা না। বোল্টের দেশ জামাইকা থেকে অনেকেই খেলছেন আইপিএলে। আইপিএল টুর্নামেন্ট ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স কে ট্যাগ করে তিনি একটি টুইট করে লিখেছেন, “চ্যালেঞ্জার্স, তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমি এখনো বিশ্বের দ্রুততম রানার।”

বোল্টের এই টুইট করার কিছুক্ষণের মধ্যেই বিরাট কোহলি টুইট করে জানিয়েছিলেন, “কোন সন্দেহ নেই। সেই কারণে আমরা আপনাকে আমাদের দলে নিয়েছি।”

এরপর এবিডি ভিলিয়ার্স টুইট করে মজার সুরে জানিয়েছেন, “আমাদের যখন অতিরিক্ত রানের প্রয়োজন হবে, তখন কাকে ডাকতে হবে তা আমরা জানি।”

আইপিএল শুরুর আগেই সকলকে চমকে দিলেন বোল্ট। আগামী ৯ মার্চ দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল টুর্নামেন্ট। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।