পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা পজিটিভ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে সবাইকে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথ বাংলা বিধানসভা ভোট চলাকালীন বারংবার এসেছেন বিজেপির ভোট প্রচার করতে। কিন্তু তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন তিনি নিজেকে এখন সেল্ফ আইসোলেশন এ রেখেছেন।
যোগী আদিত্যনাথ টুইটে লিখেছেন “প্রাথমিক লক্ষণ গুলি দেখার পরে আমি আমার কোভিড ১৯ পরীক্ষা করিয়েছি এবং সেই রিপোর্ট থেকে জানতে পেরেছি আমি করোনা পজিটিভ। আমি এখন সেল্ফ আইসোলেশন এ আছি এবং চিকিৎসকদের পরামর্শে সাথে তাদের সমস্ত নির্দেশ অনুসরণ করছি। আমি বাড়ি থেকে সমস্ত কাজ করছি।”
शुरुआती लक्षण दिखने पर मैंने कोविड की जांच कराई और मेरी रिपोर्ट पॉजिटिव आई है।
मैं सेल्फ आइसोलेशन में हूं और चिकित्सकों के परामर्श का पूर्णतः पालन कर रहा हूं। सभी कार्य वर्चुअली संपादित कर रहा हूं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 14, 2021
বাংলায় বিধানসভা ভোটের আগে এবং বিধানসভা ভোট চলাকালীন বাংলায় এসে রাজ্য বিজেপির হাত মজবুত করতে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন যোগী আদিত্যনাথ। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তরপ্রদেশে ক্রাইম রেট অনেক নিচে আনতে সক্ষম হয়েছেন। সেই বিষয় নিয়েই বাংলার মানুষকে বারবার সচেতন করেছেন যোগী জি।
এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দিতে টুইট করে আরো বলেন “আমার অফিসে কিছু কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। তারা আমার সাথে যোগাযোগ করেছেন। তাই আমি এই সর্তকতা মেনে নিজেকে বিচ্ছিন্ন করেছি এবং সমস্ত কাজ শুরু করেছি।”