কর্বিভ্যাক্স, টিকাকরন, corbevax vaccine, Firhad Hakim
আগামী সোমবার থেকে কলকাতায় শুরু হবে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ, জানালেন ফিরহাদ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বুধবার থেকে গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাপ্রদান। অনেকেই প্রশ্ন তুলেছিলেন কলকাতায় কবে থেকে এই টিকাকরণ শুরু হচ্ছে ? এই বিষয় নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২১ শে মার্চ সোমবার থেকে কলকাতা পুরসভা ১২-১৪ বছর বয়সীদের জন্য টিকাকরন প্রক্রিয়া চালু করতে চলেছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, পুরনিগমের ৩৭ টি কোভ্যাক্সিন সেন্টার থেকে এই টিকা দেওয়া হবে। তবে কোভ্যাকসিন নয়, কর্বিভ্যাক্স টিকা দেওয়া হবে শিশুদের। তবে ওই ৩৭ টি টিকাকরণ কেন্দ্রে কয়েক দিনের জন্য বন্ধ থাকবে কোভ্যাকসিন টিকাকরণ।

যারা এই ভ্যাকসিন নিতে ইচ্ছুক তারা কোউইন অ্যাপে নাম নথিভূক্ত করতে পারবেন। ৮৮ হাজার ভায়াল ভ্যাকসিন এসেছে কলকাতা পুরসভার হাতে। যাদের কোউইন অ্যাপে ইতিমধ্যেই অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তারা পুরনো অ্যাকাউন্টে ছোটদের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়া নতুন অ্যাকাউন্ট তৈরি করেও নাম নথিভুক্ত করা যাবে।

এদিন ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন যে, আপাতত চেতলা গার্লস এ টিকা দেয়া হবে এবং সোমবার থেকে অন্য স্কুলেও টিকাকরণ শুরু করা হবে। এ ছাড়া অন্য যে সমস্ত স্কুল টিকাকরণ পরিষেবা দিতে রাজি থাকবে সেখানে কলকাতা পুরসভা টিকাকরণ কেন্দ্র তৈরি করবে।

অন্যদিকে চীন এবং দক্ষিণ কোরিয়ায় করোনার প্রকোপ বাড়ায় নতুন ভাবে চিন্তা সৃষ্টি হয়েছে ভারতে। তাই যত দ্রুত সম্ভব ছোটদের করোনা ভ্যাকসিনের শুরু করাতে প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। এছাড়া যারা ৬০ বছরের উর্ধ্বে ও যাদের কোমর্বিডিটি নেই তারা বুস্টার ডোজ পাবেন অতি শীঘ্রই।