ভ্যাক্সিন, করোনা ভাইরাস,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের সাথে মোকাবিলায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সকল দেশ বাসীকে টিকা প্রদান। এমত অবস্থায় আগামী ১ লা মে থেকে ১৮ বছরের উপরে সকলের টিকাকরণ হবার কথা ছিল। কিন্তু ১ লা মে থেকে এই টিকাকরনে বাঁধ সাধল দিল্লী সরকার। একই কথা বলছে জম্মু কাশ্মীর এবং ওড়িশা সরকার।

করোনা অতিমারির সাথে মোকাবিলার জন্য মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিসটেনস যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন টিকাকরণ। করোনা মোকাবিলায় অনেক দিন থেকেই ষাট বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তবে কিছু দিন আগেই ৪৫ বছরের উপরের সকলের ভ্যাক্সিন প্রদানের কাজ শুরু হয়েছিল।

এমত অবস্থায় আগামী ১ লা মে থেকে ১৮ বছরের উপরে সকলকে ভ্যাক্সিন দেবার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকার। করোনা মোকাবিলায় ফের লক ডাউন কোনও মতেই সম্ভব নয়। এমত অবস্থায় লকডাউন না করে সকলকে ভ্যাক্সিন প্রদানের জন্য উৎসাহ দিচ্ছে কেন্দ্র সরকার।

এই মর্মে গত বুধবার থেকেই রেজিসট্রেশান প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু এমত অবস্থায় উল্টো সুর গাইছেন দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। যেহেতু দেশের অনেক রাজ্যেই পর্যাপ্ত টিকার অভাব রয়েছে সেক্ষেত্রে তিনি জানান যে, পর্যাপ্ত টিকা না থাকার দরুন কোনও ভাবেই ১৮ বছরের উপরে কাউকে এই মুহূর্তে টিকা দেওয়া সম্ভব নয়।

সেই একই কথা বলছেন ওড়িশা এবং জম্মু কাশ্মীর সরকার। এই মুহূর্তে পর্যাপ্ত ভ্যাক্সিন না আসা পর্যন্ত টিকাকরণ স্থগিত রাখারঙ্কথা বলেছেন এই সমস্ত রাজ্য সরকার। ১৮ বছরের উপরের ভ্যাক্সিনেশান আগামী ২০ মে এর পর করার কথা জানিয়েছেন এই তিন রাজ্যের সরকার।