ganga aarti, kolkata, Baja Kadamtala Ghat, গঙ্গা আরতি, কলকাতায়, বাজেকদমতলা ঘাট
বারাণসীর ধাঁচে গঙ্গা আরতি এবার কলকাতায়! কিন্তু কলকাতার কোথায়?

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি করতে চেয়ে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মেয়র ফিরহাদ হাকিম তাঁর পারিষদদের নিয়ে ঘাট খুঁজতে চেষ্টার কসুর করেননি। অবশেষে কলকাতার বাজেকদমতলা ঘাটে এই গঙ্গা আরতির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বারাণসীতে গঙ্গা আরতি দেখেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী সেই আরতিতে অংশ নেন তিনি। আর বারাণসী থেকে ফিরে এসেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে গঙ্গা আরতির আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা।

গত বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ১৫ জন পুরোহিতের উপস্থিতিতে গঙ্গা আরতি অনুষ্ঠানের সূচনায় ছিলেন মুখ্যমন্ত্রী, মেয়র, মেয়র পরিষদ সহ শীর্ষনেতৃত্বরা। গঙ্গা আরতিসহ একটি দেবী গঙ্গার মূর্তিও উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী। পুরসভার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বাইরে থেকে আসা পর্যটকদের জন্য আগামী দিনে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই গঙ্গা আরতি।

সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে গঙ্গা আরতির মহড়া চলেছে বাজেকদমতলা ঘাটে। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত দেখে বৃহস্পতিবার গঙ্গা আরতি সূচনার দিন ঠিক করা হয়েছিল। আরতির আগে মেয়র ফিরহাদ বাজেকদমতলা ঘাটের প্রস্তুতি পরিদর্শন করে গিয়েছিলেন। পাশাপাশি, কলকাতা পুলিশের তরফেও পৃথক ভাবে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার দায়িত্ব ছিল।

গঙ্গা আরতির জন্য বাজেকদমতলা ঘাটকে নতুনভাবে সেজে উঠেছে। নতুন আলো লাগানোর পাশাপাশি, ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। গঙ্গা আরতির সূচনার পর আগামী দিনে পর্যটকদের দেখার জন্য খুলে দেওয়া হবে। সঙ্গে থাকবে নতুন চমক লেজার শো।

অন্যদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেই কোন ঘাটে গঙ্গা আরতি শুরু করা হবে তা নিয়ে সমীক্ষা করেছিল পুরসভা। কারণ এখানে শর্ত ছিল, ঘাটের সঙ্গে মন্দির থাকতে হবে। তাই নানা ঘাট ঘুরে বাজেকদমতলা ঘাটের কথাও ভাবা হয়েছিল। বাইরে থেকে আসা পর্যটকদের জন্য আগামী দিনে যাতে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়, তার জন্য সাজিয়ে তোলা হয়েছে।‌