পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত রবিবার ভয়াবহ কান্ড ঘটলো মালদহের রতুয়া এলাকায়। মাদ্রাসা ম্যানেজমেন্ট নির্বাচনে বাক-বিতন্ডায় জড়িয়ে খুনোখুনি শুরু হয় সেখানকার ক্ষমতাশীল তৃণমূল কর্মীদের মধ্যে। খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে হাজির হয় পুলিশ। অনেকেই আহত হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মালদায় রতুয়া এলাকায় মাদ্রাসা ব্যবস্থাপনার কমিটি নির্বাচন হচ্ছিল। আর সেই কমিটিতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তৃণমূলের ২ প্রার্থী। জানা গিয়েছে, এই নির্বাচন কমিটিতে কোনো দলই টিকিটে প্রার্থী দেয়নি। ফলে সমস্ত রাজনৈতিক দল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়দানে নেমেছে। সেরকমই তৃণমূলের সাথে যুক্ত দুই প্রার্থী এই নির্বাচন কমিটিতে মাঠে নেমেছে। আর তারপরেই এদিন নির্বাচনী অনুষ্ঠানে বাক-বিতণ্ডা শুরু হয় ওই দুই গ্রুপের মধ্যে। মুখোমুখি হতে হতে শুরু হয় হাতাহাতি। তারপরেই একে অপরকে লক্ষ্য করে চলে গুলি। আহত হয় প্রায় শতাধিক মানুষ।
তবে এই বিষয়ে মালদার পুলিশ প্রশাসন জানিয়েছে, ওই ঝামেলায় যেসব ব্যক্তিরা আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে প্রশাসন এও জানিয়েছে যে, দুই দলের কেউই থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। তবে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা তদন্ত শুরু করেছে। সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে তাদের কথা রেকর্ড করছে। এর পাশাপাশি সেখানকার সিসিটিভি ফুটেজও চেক করছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এই ভয়ংকর বিপর্যয়ে আহত হয়েছে প্রায় একশোর বেশি মানুষ। এমনকি একজন গুলিবিদ্ধ হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে পরবর্তী নির্বাচনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন।