শীতলকুচি, কোচবিহার
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ চতুর্থ দফার ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে রণক্ষেত্রের ময়দান সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চারজন যুবকের। তৃণমূলের দাবি ওই চারজন যুবক তৃণমূল কর্মী সমর্থক ছিলেন।

রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বিভিন্ন বিস্ফোরক জনক ঘটনা। তবে ১০ এপ্রিলের চতুর্থ দফার ভোটের সেই ঘটনা এখনও পর্যন্ত সংবাদের শিরোনাম হয়ে রয়েছে। শীতলকুচির ওই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি।

কি হয়েছিল সেদিন শীতলকুচি তে? কি কারণে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে? শীতলকুচিতে এই ঘটনায় অনেকর মন্তব্য পাওয়া গিয়েছে। তবে ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে এটি ১০ এপ্রিল শীতলকুচিতে চতুর্থ দফার ভোট গ্রহণের সেই ফুটেজ। বাংলার দৈনন্দিন সংবাদমাধ্যম এবিপি আনন্দ সেই ভিডিওটি প্রকাশ্যে এনেছে। দেখুন সেই ভিডিওটি-

ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা মোটা মোটা বাস ও ডান্ডা নিয়ে ছুটে আসছে। এমনকি ভিডিওতে মহিলাদের কেউ দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে বহু মানুষের চিৎকার। কিছুক্ষণের মধ্যেই সনা গেল বিকট গুলির শব্দ।

দেখা যাচ্ছে মাঠের মাঝে কেন্দ্রীয় বাহিনীর গুলি আঘাতে ভোটারের নিথর দেহ পরে আছে। চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে তাদের পরিবার।

  • তবে এই ভিডিওর সত্যতা যাচাই করিনি পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক।