পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ জাঁকিয়ে বসেছে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে হাহাকার শুরু হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আকাল দেখা দিয়েছে অক্সিজেনের। প্রতিনিয়ত অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে শত শত করোনা আক্রান্ত রোগীর।
এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আটকানো গেল না বিয়ে। বিয়ের আগেই করোনা আক্রান্ত হলেন বর। করোনা আক্রান্ত অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসলেন পাত্র। ঘটনাটি শুনে আজব মনে হলেও সত্যি।
ইতিমধ্যে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম এলাকায়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিপিই কিট পড়েই বিবাহ সম্পন্ন করলেন করোনা আক্রান্ত বর। তবে সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতে না হতেই শুরু হয় সমালোচনার ঝড়।
#WATCH | Madhya Pradesh: A couple in Ratlam tied the knot wearing PPE kits as the groom is #COVID19 positive, yesterday. pic.twitter.com/mXlUK2baUh
— ANI (@ANI) April 26, 2021
একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদেরকে। নেটিজেনদের প্রশ্ন, এত তাড়া কিসের ? কিভাবে এমন অবিবেচকের মতো কাজ করলো ওই যুগল ? অনেকে আবার প্রশ্ন করেছেন, এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে করোনা আক্রান্ত হয়ে বিয়ে করাটা কি খুবই প্রয়োজন ছিল ? ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় শুরু হয়।
জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল করোনা আক্রান্ত হয় মধ্যপ্রদেশের রতলামের ওই যুবক। তারপর গত সোমবার ২৬ শে এপ্রিল বিবাহ কার্য সম্পন্ন করেন ওই যুগল। তবে ওই এলাকার তহশিলদার নবীন গর্গ জানিয়েছেন, এমন পরিস্থিতির মধ্য দিয়ে বিয়ে হচ্ছে শুনে, তারা আটকাতে গিয়েছিলেন। কিন্তু দুই পক্ষের অনুরোধ এবং সমস্ত রকম কোভিড বিধি মেনে করার পাশাপাশি অধিকারীদের তত্ত্বাবধানে সেই বিয়ে সম্পন্ন হয়।
তবে অতিমারি করোনার জেরে মধ্যপ্রদেশে নতুন নির্দেশ জারি হয়। সেই নির্দেশ অনুযায়ী মধ্যপ্রদেশের একটি বিয়েতে ৫০ জন মানুষ উপস্থিত থাকতে পারবেন। তবে এই যুগলের বিয়েতে মাত্র ১০ জন মানুষ উপস্থিত ছিলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বর কনে পুরোহিত ছাড়া আরও দুই জন রয়েছেন ওই ঘরে। তবে তারা প্রত্যেকেই পিপিআই কিট পরিহিত অবস্থায়।
তবুও এমন পরিস্থিতির মধ্য দিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ওই যুগলের গ্রেপ্তারের দাবি করেছেন অনেকেই। আবার অনেকেই বলছেন যদিও বিয়েটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে অতিমারি করোনার মধ্য দিয়ে বিয়েটা করা ঠিক হয়নি।