রেল দুর্ঘটনা, real accident
ছবিঃ টুইটার

পশ্চিমবঙ্গ ডেস্কঃ এ যেন সাক্ষাৎ ঈশ্বরের দূত। নিজের জীবন বাজি রেখে ছোট বাচ্চাকে বাঁচালো। কয়েক সেকেন্ডের ঘটনা মুহূর্তের মধ্যেই তার জীবন যেতে পারত। নিজের জীবনের পরোয়া না করে সাহায্যের হাত বাড়িয়ে দিলো এক রেলকর্মী।

ইতিমধ্যেই একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। নেটদুনিয়ায় বিন্দুমাত্র সময় লাগে না কোনও জিনিস ভাইরাল হতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টেশনে মানুষের ভিড় তেমন নেই বললেই চলে। প্রতিদিনের মতোই এদিনও ঢুকছিল ট্রেন। আর প্লাটফর্মের উপর রেল লাইনের ধার ঘেঁষে হেঁটে যাচ্ছিল একটি মহিলা ও তার ছোট্ট ছেলে। আচমকাই দেখা যায় ছেলেটির পা ফস্কে একেবারে লাইনের উপরে পড়ে যায়। সামনের দিক দেখেই ছুটে আসছে চলন্ত ট্রেন।

দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনের মুখে পড়ে বিপদজনক ঘটনা ঘটতে চলেছে এরইমধ্যে ঈশ্বরের দূত হয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নিল এক রেলকর্মী। ওই রেলকর্মীর অসীম সাহসের জন্য আজ নতুন করে জীবন ফিরে পেল শিশুটি। আজ আবারও এক সুপার ম্যানের দেখা মিলল নেট দুনিয়ায়।

বাচ্চা ছেলেটি পা ফস্কে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে চলেছে বুঝতে পেরে সে উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু কোনমতেই সে স্টেশনের উপরে উঠতে পারে না। বাচ্চা ছেলেটির মা ও কিছুতেই উপরে তুলে নিতে পারছিলেন না বাচ্চাটি কে। দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনা ঘটতে চলেছে। হঠাৎ এই ভিডিওটিতে দেখা যায়, মনের আশ্বাস নিয়ে দৌড়ে আসেছে এক রেলকর্মী। তার মনের বল তাকে সফলতার শীর্ষে পৌঁছেছে।

ট্রেনটি একেবারে কাছে আসতেই শিশুটিকে উদ্ধার করতে পেরেছেন ওই রেল কর্মী এবং বলাবাহুল্য তার জীবন বিপন্ন হয়ে পড়েছিল। আর কয়েক সেকেন্ড দেরি হলেই হয়ত ঘটে যেত মর্মান্তিক ঘটনা। তবুও সে নিজের কথা না ভেবে বাচ্চাটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল মরণ পোনে।

এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ভাঙ্গানি স্টেশনে। ওই রেলকর্মীর নাম ময়ূর শেলখে। এই ঘটনায় “মিনিস্ট্রি অফ রেলওয়ে’-এর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। তাতে লেখা হয়েছে, “সেন্ট্রাল রেলওয়ে ভাঙ্গানি স্টেশনে পয়েন্টসম্যান ময়ূর শেলখে একেবারে শেষ মুহূর্তে একটি শিশুর প্রাণ বাঁচালেন। উনি নিজের জীবন বিপন্ন করে বাচ্চাটিকে বাঁচিয়েছেন। আমরা ওনার সাহস আর কর্তব্য পরায়ন তাকে স্যালুট জানাই।