পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ সকালে প্রচারে বেরিয়ে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এর অকথ্য ভাষায় কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপিকে গালিগালাজ করার ভিডিও ভাইরাল হয়েছে। বঙ্গে বিধানসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এখনো বাকি রয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব।
ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে ২২ শে এপ্রিল। চারটি জেলায় ৪৩ টি আসনে হতে চলেছে ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভোট গ্রহণের ৭২ ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে। সেই মতই ষষ্ঠ দফার বিধানসভার নির্বাচনী প্রচার বন্ধ হয়ে গিয়েছে ১৯ শে এপ্রিল।
ইতিমধ্যেই সপ্তম দফার বিধানসভা নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে বঙ্গে। সপ্তম দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ হতে চলেছে পাঁচটি জেলায় ৩৬ টি আসনে। এছাড়াও অষ্টম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে চারটি জেলায় ৩৫ টি আসনে। বঙ্গে তৃতীয় দফার ভোট গ্রহণ বাকি রয়েছে তারই মধ্যে সপ্তম ও অষ্টম দফার ভোট গ্রহণ পর্ব কলকাতাতেই।
২৬ শে এপ্রিল সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। সেদিন কলকাতার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। কলকাতার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সপ্তম দফার ভোটকে কেন্দ্র করে নিজের কেন্দ্রে নির্বাচনী প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম।
তবে নির্বাচনী প্রচারে গিয়েই বিতর্কমূলক মন্তব্য ববি হাকিমের। এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তিনি। এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। কলকাতার একজন পৌরসভার প্রাক্তন মেয়র হিসেবে এরকম অশ্লীল ভাষায় গালিগালাজ শোভা পায় না। এমনকি তার মুখে এমন অভদ্র ভাষা কেউ আশাও করেনি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, নির্বাচনী প্রচার কে কেন্দ্র করেই রোড শো করতে বেরিয়েছেন ফিরহাদ হাকিম একটি হুডখোলা গাড়ি করে। আর সেই মুহূর্তে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনতাদের কে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। বিজেপিকে তুলে তিনি গালিগালাজ করেন। ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি একাধিকবার গালিগালাজ করে চলেছেন।
ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি রেল পুলিশ এবং সিআইএসএফ এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছেন এমন কি বিজেপি কর্মীদের মারধর করার জন্যও উস্কানি দিতে দেখা গিয়েছে কলকাতার পৌর মন্ত্রী ববি হাকিম কে। একজন প্রাক্তন মেয়র হিসেবে অকথ্য ভাষায় গালিগালাজ করাটা একটি নিন্দনীয় বিষয় বলে আখ্যা দিয়েছে রাজনৈতিক মহল।