viral video, viral news, west bengal,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনার রাশ টানতে মরিয়া গোটা দেশ। দেশের বিভিন্ন রাজ্যের অবস্থা অতি আশঙ্কাজনক। প্রতিনিয়ত করোনার প্রকোপে মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ৪ লক্ষ্যের গণ্ডি পার করেছে গোটা দেশজুড়ে।

তবে এরই মধ্যে দেখা মিলল আমেরিকার চেয়েও বড় ডাক্তারের। জানা গেছে তিনি উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার বাসিন্দা। তিনি নিজেকে আমেরিকার চেয়েও বড় ডাক্তার বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন করোনার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হবে। করোনা সংক্রমণ বিষয়ে তিনি বিশেষ কিছু বার্তা দিয়েছেন। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় খুবই জনপ্রিয়তা লাভ করেছে।

সম্প্রীতি, নেটদুনিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওটিতে একটি মহিলাকে দেখা যাচ্ছে কিভাবে কোভিড মোকাবেলা করা যেতে পারে সে বিষয়ে বলতে। কি খেলে করোনা আক্রান্ত হবে না মানুষ সে বিষয়ে তিনি বারবার বলেছেন এবং তিনি বলেছেন ‘আমেরিকার চেয়েও বড় ডাক্তার আমি।’

কি খেলে করোনা আক্রান্ত হবেন না ? সে বিষয়ে ওই মহিলা ভিডিও-তে জানিয়েছেন, “বাংলা খেলে তোমার করোনা কখনো হতে পারে না। শুধু খাওয়ার আগে খেতে হবে। দুপুরবেলা ভাত খাওয়ার আগে তুমি খাও। ভাত খাওয়ার আগে তুমি হাফ গ্লাস বাংলা খেয়ে নাও, করোনা তোমার কখনোই হবে না।”

ওই ভিডিওতে তিনি বলেন, “একদম ৯৯ পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি।” আমেরিকা বা অন্য কোথাকার বড় বড় ডাক্তার এর চেয়েও বড় ডাক্তার বলে তিনি নিজেকে দাবি করেছেন। তিনি বলেন, “আমেরিকার বড় ডাক্তার বা অন্য কোথাকার ডাক্তারের চেয়ে সব থেকে বড় ডাক্তার, গোবরডাঙ্গার আমি।” দেখুন সেই হাস্যকর ভিডিও –

তবে এই ভিডিওটি কতদিনের পুরনো সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তবে এই কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।