viral video, ভাইরাল ভিডিও, ভারত,
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ হাতের মুঠোতে এখন গোটা বিশ্ব। অতি ব্যস্ততার মাঝেও কাজের ফাঁকে প্রত্যেকেই ব্যস্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। আর এখনকার জামানায় সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নেই এমন মানুষ খুবই কম।

নিজের প্রতিভা ও ট্যালেন্ট গুলোকে দেখানোর জন্য বিভিন্ন শর্ট ভিডিও তৈরি করে ছাড়া হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় কখন কোন জিনিস ভাইরাল হয়ে যায় সেটা বলা যায়না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগে না। প্রসঙ্গত, বেশ কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল। “ইয়ে হাম হে, ইয়ে হামারি কার হে, অর ইয়ে হামারি পার্টি হো রাহি হে”। সম্প্রতি এই ভিডিওটি পাকিস্তানি এক টিকটকের ভিডিও। যা খুবই জনপ্রিয়তা লাভ করেছিল সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানের ওই ভাইরাল ভিডিওটির প্রভাব ভারতেও কম দেখা যায়নি। ওই ভিডিওটি নিয়ে একাধিক মিম তৈরি করা হয়েছে এমনকি অভিনেতা-অভিনেত্রী ও খেলোয়াড়রাও ওই একই ভয়েসে ভিডিও শুট করে নেট দুনিয়ায় আপলোড করেছেন।

তবে গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন মিলে একটি শব দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন শেষ কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে। শব দেহ কাঁধে নিয়ে ওই যুবককে বলতে শোনা যাচ্ছে, “ইয়ে হাম হেয়, ইয়ে হামারি মরা হেয়, হামলোগ মরা পুড়ানে যা রাহে হেয়।” যে সময়টা শোক প্রকাশ করার সময়, সেই সময়ে হাসতে হাসতে এমন কথা বলতে শোনা গিয়েছে তার মুখে। এছাড়াও তার আশেপাশে থাকা উপস্থিত মানুষেরও হাসির আওয়াজ পাওয়া গিয়েছে।

ইতিমধ্যে এটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন মানুষের মৃত্যু নিয়ে কিভাবে মানুষ এত নিচে নামতে পারে? কিভাবে মানুষ এমন হাসি ঠাট্টা করতে পারে? মানুষত্ব বোধ বলে আর কিছু নেই।

বর্তমানে এই ভিডিওটি অনেকেই মনোরঞ্জন বলে মেনে নিচ্ছেন, অনেকেই আবার মেনে নিতে পারছেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কটুক্তি কর মন্তব্য উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে। তবে এই ভিডিওটি কোথা থেকে উঠে এসেছে এবং ভিডিওটি কতদিনের পুরনো সেটা জানা যায়নি এছাড়াও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পশ্চিমবঙ্গের ডিজিটাল ডেস্কের পক্ষে।