বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, Virat Kohli,
স্বমহিমায় বিরাট রাজত্ব ! শচীনের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি চলে এসেছেন বিরাট || ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ২০২২ এ বছরের শেষে বাংলাদেশের বিপক্ষে শতরান করেছিলেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। গত বছরের এশিয়া কাপ থেকেই বেশ দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটসম্যান। গতকাল গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে আরও একবার শতরান করলেন বিরাট। এবং এই শতরানের দ্বারা একাধিক রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি।

গতকাল শতরানের পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির মোট শতরানের সংখ্যা দাড়াল ৭৩টি। ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার, তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তবে একটি রেকর্ডে শচীনকে ছাড়িয়ে গেছেন বিরাট। তবে আরও একটি রেকর্ডে পাশাপাশি নাম লিখিয়েছেন শচীনের।

ভারতের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০টি শতরান রয়েছে শচীনের। ১৬৪টি ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন টেন্ডুলকার। তবে তার থেকে ৬২টি ম্যাচ কম খেলে ২০টি সেঞ্চুরি করেছেন বিরাট। গুয়াহাটিতে শতরান করে একটি ক্ষেত্রে টেন্ডুলকারকে টপকে গেছেন তিনি। শ্রীলংকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি শতরানের নজির এতদিন শচীন এবং বিরাটের নামে ছিল যৌথভাবে। দুজনেরই ছিল ৮ টি করে শতরান। তবে এবার সেই রেকর্ড নিজের নামে করে নিলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। আর এই রেকর্ড নিজের নামে করতে শচীনের থেকে ৩৬ টি ম্যাচ কম খেলেছেন তিনি।

আরো একটি নজিরের খুব কাছাকাছি রয়েছেন বিরাট। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে আসতে গেলে কোহলির প্রয়োজন ছিল ১৮০ রান। তারমধ্যে ১১৩ রান করেছেন তিনি । অর্থাৎ আরো ৬৭ রান করতে পারলে শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে ছাড়িয়ে পঞ্চম স্থানে চলে আসবেন বিরাট। এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি ১৮৪২৬ রান করেছিলেন ৪৬৩টি ম্যাচে।

তাছাড়াও একদিনের আন্তর্জাতিক ম্যাচের সর্বোচ্চ শতরানের তালিকায় এখন শচীনের খুব কাছাকাছি চলে এসেছেন বিরাট। এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন টেন্ডুলকার। তার শতরানের সংখ্যা ৪৯টি। তবে ৪৫টি শতরান করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। চট্টগ্রামের পর এবার গুয়াহাটি, পরপর দুটি শতরান করলেন বিরাট। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭ বলে ১১৩ রান করেন তিনি।