নির্বাচন কমিশন, বিধানসভা ভোট, করোনা ভাইরাস, election commission of india, election commission,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কার্যত ফের দাবানলের মত ছড়াচ্ছে করোনা ভাইরাস। এমত অবস্থায় আবারও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি সারা বিশ্ব। সারা বিশ্বের মত ভারতেও একই রকম ভাবেই সক্রিয় হয়েছে করোনা ভাইরাস।

ভারতের বিভিন্ন রাজ্যে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা ভাইরাস। পাঞ্জাব, দিল্লী, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে একেবারে লাগাম ছাড়া ভাবে সংক্রমিত হচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। কার্যত উৎসব এবং সাথে সাথে অশান্তিরও পর্যায় পরিণত হয়েছে বিধানসভা ভোট।

তবে করোনা পরিস্থিতির বার বাড়ন্তের কথা চিন্তা করে বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে রীতিমত আলোচনায় বসার কথা ভেবেছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুর ২ টো তে বৈঠকের ডাক জানিয়েছে নির্বাচন কমিশন। সেই মর্মে রাজ্যের সকল রাজনৈতিক দলকে ডেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা এবং স্বাস্থ্য সচিব এবং থাকবে সমস্ত রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক দল গুলিকে কার্যত নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কোভিড বিধি মেনে যদি জনসভা কিংবা র‍্যালি করা যায় তবেই অনুমতি মিলবে নয়ত কার্যত সকল রাজনৈতিক জনসভা এবং পদযাত্রা বাতিল করবে নির্বাচন কমিশন।

এর সাথেই সমস্ত জেলার জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয় যে, সমস্ত স্তরে যাবতীয় কোভিড প্রোটোকল মেনে যাতে কাজ করা হয়। সেই বিষয় নিশ্চিত করতে। সারা দেশের মতোই রাজ্যে দাবানলের মত ছড়াচ্ছে করোনা ভাইরাস। এক্ষেত্রে বিধানসভা ভোটের সময় যদি কোভিড বিধি না মেনে জনসভা করা হয় তবে কার্যত বাতিল হতে পারে বিধানসভা ভোট।