করোনা ভাইরাস, করোনা ভ্যাক্সিন,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে করোনা ভাইরাস অতিমারির দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির মত আছড়ে পড়েছে। এমত অবস্থায় সাধারণ মানুষের জন্য যেমন সবচেয়ে প্রয়োজনীয় হয়ে উঠেছে বেড, হাসপাতাল, মাস্ক এবং অক্সিজেনের জোগান তেমনই এই মুহূর্তে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে প্রয়োজনীয় হাতিয়ার হল ভ্যাক্সিন। আগামী ১ লা এপ্রিল থেকেই সারা দেশে নিজের পছন্দ সই ভ্যাক্সিন নিতে পারবেন সকলে।

কেন্দ্র এবং রাজ্য সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশে চলছে ভ্যাক্সিন অভিযান। সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ৭ কোটি করোনা ভাইরাসের ভ্যাক্সিনের ডোজ দেওয়া হয়েছে। তার মধ্যে নষ্ট হয়েছে কিছু ভ্যাক্সিন। এমত অবস্থায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আনা হয়েছে সমস্ত রাজ্যে ভ্যাক্সিন বিতরণের লক্ষ্যে।

বেসরকারি ক্ষেত্রে সমস্ত জায়গায় কি পরিমাণ এবং কি ধরণের ভ্যাক্সিন আছে তা স্পষ্ট করে জানাতে হবে কেন্দ্র সরকারকে। এই সমস্ত তথ্য আপলোড করা হবে আরোগ্য সেতু এবং কোউইন অ্যাপে। প্রথমে ভ্যাক্সিন পাচ্ছিলেন ৬০  এর ওপরের বয়সের মানুষেরা।

তবে কিছুদিন থেকেই ৪৫ বছরের ওপরের বয়সের মানুষদেরও ভ্যাক্সিন প্রদানের কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও আগামী ১ লা মে থেকে ১৮ বছর বয়সী থেকে তার উপরের বয়সের সকলে ভ্যাক্সিন পাবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে সারা দেশে দুটি ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভ্যাক্সিন সাপ্লাই করছে।

তারা হল সেরাম ইন্সটিটিউট এবং ভারত বায়োটেক। এরা দুরকমের ভ্যাক্সিন বাজারে এনেছে। কো-ভ্যাক্সিন এবং কোভিশিল্ড। আগামী ১ লা মে থেকেই সকলে নিজেদের জুতসই এবং পছন্দ সই ভ্যাক্সিন পাবেন বলে জানিয়েছে কেন্দ্র সরকার।