
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস আগেই ছিল। তবে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে মকর সংক্রান্তির দিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এমনিতেই গত ২৪ ঘন্টায় বাংলায় তাপমাত্রা পারদ উঠেছে প্রায় ৫ ডিগ্রি সেলিয়াসের কাছাকাছি। আগামীকাল তা আরো একটু বাড়তে পারে। ইতিমধ্যেই শহর থেকে উধাও হয়েছে শীতের আমেজ। এক দশকের মধ্যে সবথেকে উষ্ণ মকর সংক্রান্তি হতে চলেছে এবার।
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা : ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা : ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ : ৮৪ শতাংশ।
সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ : ৪৫ শতাংশ।
বাতাসের গতিবেগ : ০ কিমি /ঘন্টা।
বৃষ্টির সম্ভাবনা : নেই।
সূর্যোদয় : সকাল ৬ টা বেজে ১৯ মিনিট।
সূর্যাস্ত : সন্ধ্যা ৫ টা বেজে ১২ মিনিট।
উত্তরবঙ্গের আবহাওয়া
গোটা উত্তরবঙ্গ জুড়ে আগামী ৪৮ ঘন্টা ঘন কুয়াশার পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদের মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে আলাদা করে সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিন উত্তরবঙ্গের তাপমাত্রা মোটামুটি একই জায়গায় বজায় থাকবে। সপ্তাহের শেষ ভাগে দার্জিলিং ও কালিম্পং জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর বাইরে গোটা উত্তরবঙ্গ মোটের উপর শুষ্কই থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার উত্থান হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবারও সেই উত্থান বজায় থাকতে পারে। দক্ষিণের অন্যান্য জেলা গুলি এবং পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে সামান্য শীতের আমেজ বজায় থাকলেও শহরের বুক থেকে সম্পূর্ণ উধাও হয়েছে শীতের পরশ। তার উপরে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় সকাল ও রাতের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বেশ শিশিরও পড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
গত এক সপ্তাহ কনকনে ঠান্ডা দেওয়ার পর শীত বিদায় নিয়েছে বাংলা থেকে। আপাতত আগামী দু-তিন দিন কোনো রকম শীত পড়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। উত্তরে হওয়া থেমে গিয়ে তাপমাত্রা বেড়েছে বাংলায়। তবে আশা করা যাচ্ছে সোমবার থেকে আবার উত্তরে বাতাস চালু হওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নামবে। কিন্তু বৃহস্পতিবারের পর তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত আবহাওয়া ওই একই জায়গায় বজায় থাকবে। শীতের প্রভাব কমলেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামী এক সপ্তাহ জুড়ে গোটা বাংলাতেই কুয়াশার বেশ প্রভাব দেখা যাবে।