today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
রাজ্যে ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদের সাথে উষ্ণতম দোল! জানুন আর কি বলছে আবহাওয়াঅফিস...

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ শীতের বিদায় সম্পূর্ণ হয়েছে। এবার গরমের পালা। বৃষ্টির দেখা তো নেই উল্টে আবহাওয়াবিদরা যা পূর্বাভাস দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে, বিগত বেশ কয়েক বছরের মধ্যে সবথেকে উষ্ণতম সময় আসতে চলেছে। সেই সাথে আশঙ্কা করা হচ্ছে যে, আগামী সপ্তাহের মধ্যেই কলকাতা শহরের উপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। দেখে নিন কেমন থাকবে আজকের (৬ই মার্চ ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২২.২ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ৩.৬ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫০ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৫৪মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪২মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কম থাকে। তবুও এবছর গরমে এখনই হাঁক পাক অবস্থা উত্তরবঙ্গের মানুষের। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তনের আসার সম্ভবনা নেই। তবে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা বর্তমানের তুলনায় সামান্য বাড়তে পারে। দুই পার্বত্যজেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তাছাড়া সমতলের বাকি জেলাগুলিতে বৃষ্টিরও কোনও সম্ভবনা নেই। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন না হলেও, উত্তোরোত্তর বাড়তে থাকবে দিনের তাপমাত্রা। তবে, দক্ষিণবঙ্গের কোন জেলাতেই তাপপ্রবাহের এখনই সম্ভবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলায় প্রচন্ড গরম এবং রাতেরবেলা বেশ ভালই শীত শীত অনুভব হচ্ছে। সেই সাথে কলকাতা শহরের তুলনায় উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। আপাতত কলকাতা বা আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে, দক্ষিণা বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

আগামীকালের আবহাওয়া
আগামী কয়েক দিনের গোটা বাংলাতে রাতের তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন না আসলেও দিনের তাপমাত্রা তুলনামুলকভাবে বৃদ্ধি পেতে পারে। সকাল বা ভোরের দিকে কুয়াশা দাপট আস্তে আস্তে কমতে থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া এখনই বাংলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই।