দিলিপ ঘোষ, মমতা ব্যানার্জি, ইয়াস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতির পরিমাণ গতকাল জানিয়েছে রাজ্য সরকার। গতকাল সংবাদমাধ্যমের সামনে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর নিজে এই ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছেন। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন যে, শুধুমাত্র নবান্নে বসে এত কম সময়ে কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে গেলেন মুখ্যমন্ত্রী ?

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন ‘ঝড় আসার আগে মনে হয় ক্ষয়ক্ষতির পরিমান ঠিক করে রাখা হয়েছিল।’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের জানিয়েছিলেন, “ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৩৪ টি বাঁধ ভেঙে গিয়েছে। এক কোটি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এর প্রভাবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছিলেন, “ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতি হয়েছে সেচ দপ্তরের। বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙেছে। সেগুলি স্থায়ী মেরামত করা যায় কিনা খতিয়ে দেখতে নজর দেয়ার কথা জানিয়েছেন তিনি।”

তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য গুলি কে নিয়ে সরব হয়েছেন রাজ্য বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষ। তিনি বলেন, “ঝড় আসার আগেই কি ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করে রাখা হয়েছিল ? ১৩৪ টি বাঁধ ভাঙার হিসাব কোথা থেকে পেল রাজ্য সরকার ? কেন্দ্রকে সঠিক তথ্য দিক রাজ্য।”

গতবছর ঘূর্ণিঝড় আমফানের সময়ও শাসক দলের বিভিন্ন নেতার উপর দুর্নীতির অভিযোগ উঠেছিল। ঝড়ের কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে একনাগাড়ে বলে দিলেন মুখ্যমন্ত্রী ? এই নিয়ে প্রশ্নই তুলেছেন বিজেপি নেতা।