পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতকাল নবান্নে বসে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ধাক্কা খাওয়া এবং রাজ্যে উপনির্বাচন এর ফলে পিছিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
প্রসঙ্গত, এর আগে গত ৭ ই মার্চ পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মহাসচিবরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং ওই বৈঠকর শেষে বদলে দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি। পরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচিতে বদল আসার সঙ্গে সঙ্গে ফের আশঙ্কা করা হচ্ছিল যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে আবার বদল আনা হতে পারে। ঠিক এমনটাই হল গতকাল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের সামনে এসে ঘোষণা করেন নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন অনুযায়ী প্রথম ভাষার পরীক্ষা হবে ২ রা এপ্রিল, দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ৪ ঠা এপ্রিল এবং পঞ্চম এপ্রিল পরীক্ষা হবে বৃত্তিমূলক বিষয়ের।
এই বিষয়গুলোর সময়সূচীতে কোনো পরিবর্তন না আনলেও এরপরের বিষয়গুলিতে আনা হয়েছে পরিবর্তন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অংক পরীক্ষা হবে ১৬ তারিখ, অর্থনীতি পরীক্ষা হবে ১৮ তারিখ, কম্পিউটার সাইন্স পরীক্ষা হবে ১৯ তারিখ এবং ২০ এপ্রিল পরীক্ষা হবে কমার্শিয়ালের। এরপর আরও দুটি পরীক্ষা আছে ২২ এবং ২৩ তারিখে। ২২ তারিখ পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান এবং ২৩ তারিখ পরীক্ষা হবে স্যাটিসটিকস। ২৬ তারিখ পরীক্ষা হবে রসায়নের এবং ২৭ তারিখ পরীক্ষা হবে বায়োলজিক্যাল সাইন্স এর।
এক নজরে দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২ :
এবার রাজ্যে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় সাত লক্ষ ছাত্র-ছাত্রীরা। এদের মধ্যে মেয়েদের সংখ্যা ৪ লক্ষ্যের আশেপাশে এবং ছেলেদের সংখ্যা ৩ লক্ষের আশেপাশে। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং শেষ হবে দুপুর ১ টার সময়।