wbchse, education, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি,
WBCHSE Revised HS Exam Routine 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি ২০২২ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মধ্য দিয়ে বঙ্গে উপনির্বাচন। তাহলে কি ফের পরীক্ষার দিন বদল ? শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নয়, একই সময়ের মধ্যে রয়েছে একাধিক পরীক্ষা। এই নিয়ে বাড়ছে সংশয়।

আগামী ২ রা এপ্রিল থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে, এমনটাই জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জয়েন এন্ট্রান্সের পরীক্ষাও হওয়ার কথা রয়েছে। তবে বিধানসভা নির্বাচন নিয়ে ফের পরীক্ষার সময়সূচি বদলানো নিয়েই উঠছে প্রশ্ন ? যার ফলে গত ৭ ই মার্চ পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মহাসচিবরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।

ওই বৈঠকে ভোটের দিন বদলির আর্জি জানানো হয় বলেও জানিয়েছেন শিক্ষাসচিবরা। এছাড়াও সেখানে হোম সেন্টারে পরীক্ষার নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি পাঁচ মাস পর জয়েন এন্ট্রান্স পরীক্ষার হওয়ার কথা বলেছিল এনটিএম। ওই গুরুত্বপূর্ণ বৈঠক বসে দেখা যায় একই সঙ্গে একাধিক পরীক্ষার সময়সূচি রয়েছে। তারি মধ্য দিয়ে আবার ভোট। যার কারণে উচ্চমাধ্যমিক সহ একাধিক পরীক্ষার সময়সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গে উপনির্বাচন হবে আগামী ১২ ই মার্চ। যার কারণে ২রা এপ্রিল থেকে ১১ ই এপ্রিল পর্যন্ত পরীক্ষা গুলি নির্ধারিত সময় মেনেই হবে। তাই ১১’ই এপ্রিল পরীক্ষা হওয়ার পর বাকি পরীক্ষা গুলোর সময়সীমা বদলানো হয়েছে। এনটিএ এর পক্ষ থেকে ১৬ এপ্রিল এর পরিবর্তে জয়েন এন্ট্রান্স এর পরীক্ষা ২১ শে এপ্রিল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার সময়সীমা বদলি হওয়া দিনগুলি নিচে তালিকাভুক্ত করা হল –

  • ১৩ ই এপ্রিল যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি হবে ১৮ ই এপ্রিল।
  • ১৬ ই এপ্রিল যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি হবে ১৩ ই এপ্রিল।
  • ১৮ ই এপ্রিল যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি হবে ২৫ শে এপ্রিল।
  • ২০ শে এপ্রিল যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি হবে ২৬ শে এপ্রিল।
  • wbchse, education, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি,
    WBCHSE Revised HS Exam Routine 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি ২০২২

    wbchse, education, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি,
    WBCHSE Revised HS Exam Routine 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি ২০২২

তবে পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৫ শে এপ্রিল উচ্চমাধ্যমিক সহ জয়েন এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। নতুন রুটিন এবং উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে পাঠিয়েছে রাজ্য সরকার। তাহলে কি ফের উচ্চমাধ্যমিকের সময়সীমা বদল হবে ? এ নিয়ে ইতিমধ্যেই বেজায় ক্ষুব্ধ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।