পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- স্বাধীন ভারতে এই প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা, এমনটাই মন্তব্য করলেন খোদ তিনি। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের জয়লাভ করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর উঠে আসছে।
বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসতেই আজ রাজ্যে আসেন সর্বভারতীয় বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা। রাজনৈতিক হিংসায় যে সমস্ত বিজেপি কর্মীরা নিহত এবং আহত হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করবেন বিজেপির বরিষ্ঠ নেতা।
আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জেপি নাড্ডা বলেন “বাংলায় বিধানসভা নির্বাচনের পর যে সমস্ত ঘটনার সাক্ষী থাকলাম, তাতে আমরা চিন্তিত। দেশভাগের সময় এমন ঘটনার কথা শুনেছিলাম। স্বাধীন ভারতে কোথাও ভোটের পর আমরা কখনো এরকম ঘটনা দেখিনি।” বিজেপি এখন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল। তিনি আরো বলেন “আমরা রাজনৈতিক মতাদর্শগত লড়াই এবং তৃণমূল কংগ্রেসের কাজকর্মের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াই করতে প্রস্তুত।”
Our Karyakartas have suffered tremendous violence carried out by TMC in Pratapnagar, Sonarpur, West Bengal. Intolerance thy name is Mamta. We will put all these things in front of the people & provide justice to every Karyakarta in a fair manner.
— Jagat Prakash Nadda (@JPNadda) May 4, 2021
গতকাল বিজেপি কর্মীদের ওপর হিংসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপাল জগদীপ ধনকড় বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিপি এর সাথে। এমনকি নিজের টুইটারে এ বিষয়ে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন রাজ্যপাল।
যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর সাংবাদিক সম্মেলনে এসে দলের কর্মীদের হিংসা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। তবুও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “রাজ্যবাসীকে আমি আবেদন জানাব শান্তি বজায় রাখুন। অশান্তিতে জড়াবেন না। কোন সমস্যা হলে আইনত সাহায্য নিন। পুলিশকে জানান। পুলিশকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হবে।”