অ্যান্টনি ব্লিঙ্কেনের, s. joysankhar, এস জয়সঙ্কর,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। তবে এবার করোনা পরিস্থিতির মধ্য দিয়েই আমেরিকা সফরে গেলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ভারতীয় বিদেশমন্ত্রক এস জয়শংকর এই প্রথম আমেরিকায় পা রাখলেন।

মহামারী করোনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ভারত। ভারতের এমন কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। আর সেজন্যই ভারতের বিদেশ মন্ত্রী সেখানে পৌঁছে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে তিনি, করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমেরিকার জো বাইডেন সরকার কে ধন্যবাদ জানান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

তবে আমেরিকার বিদেশমন্ত্রকও ভারতের সাহায্যের কথা তুলে ধরে বলেন, ”আমরা কখনও ভুলব না কোভিড পর্বের শুরুর দিকে আমেরিকার কঠিন সময়ে ভারত আমাদের পাশে ছিল। এখন আমাদেরকেও ভারতের পাশে থাকতে হবে। আমরা তা করতে প্রস্তুত।” ছাড়াও অ্যান্টনি ব্লিঙ্কেন আরও বলেন, “করোনাকে হারানোর কাজে আমরা ঐক্যবদ্ধ হয়েই লড়াই চালাব। আমেরিকা এবং ভারতের বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং ফলদায়কও বটে।”

এরপর একটি বৈঠকে সাংবাদিকের সামনে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েক বছরে দু’দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে। আমাদের খারাপ সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই।”

মহামারী করোনার রাশ টানতে রীতিমত হাফিয়ে উঠেছে ভারত। করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে কোভিড ঔষধ নেই দেশের। অপ্রতুল্য হয়ে পড়েছে অক্সিজেন। হাসপাতালের বেডে হা হা কার দেখা দিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এমনকি মৃত্যুর পর সৎকার্য করার মতো কাঠ পাওয়া যাচ্ছে না। তার জেরে নদীর পারে বা নদীর জলে ভাসিয়ে দিচ্ছে করোনা রোগীর মৃতদেহ তার পরিজনেরা। দেশের এমন কঠিন পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশে করোনা মোকাবিলার জন্য ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তবে কিছুটা হলেও বর্তমানে করোনার রাশ টানতে সক্ষম হয়েছে ভারত। এমনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে, করোনাকে পরাজায় করতেও সক্ষম হবে প্রতিটি দেশ।