আজকের আবহাওয়াঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজেছে গোটা বঙ্গ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ ধীরে ধীরে ছত্রিশগড় হয় উত্তর প্রদেশ ও গুজরাটের দিকে এগোচ্ছে। যার কারণে ইতিমধ্যেই ভারী বৃষ্টির থেকে রেহাই পেয়েছে বাংলা। আজ বঙ্গ জুড়ে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে গোটা বঙ্গ জুড়ে বাড়বে তাপমাত্রার পারদ।
আজ বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সপ্তাহ শেষে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ইতিমধ্যে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা ক্রমশ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে। যার কারণে চলতি সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বাংলায় ইতিমধ্যে নিম্নচাপের ঘোর কেটে গেলেও মৎস্যজীবীদের জন্য বিপদ সংকেত এখনো কাটেনি। যেহেতু বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার কারণেই সমুদ্রের জল উত্তাল হয়ে উঠতে পারে। যারা এই মুহূর্তে যারা সমুদ্র উপকূলে রয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৮ শতাংশ। গতকালের তুলনায় আজ শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
এই মুহূর্তে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজ বঙ্গ জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বাড়বে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে রীতিমতো অস্বস্তি বোধ করবে বঙ্গের মানুষ। তবে সপ্তাহ শেষে নিম্নচাপের জেরে প্রভাব পড়বে গোটা বাংলায়, বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।