weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ | ছবিঃ সংগৃহীত

আজকের আবহাওয়াঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত এর জেরে দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল রবিবার বিকালের পর থেকেই বঙ্গোপসাগরের ঘূর্ণবাত তার শক্তি বাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্রিশগড়, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে।

ঘূর্ণবাতের এর প্রভাবে সমুদ্র সৈকতের জল উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যার জেরে দীঘার মত ভ্রাম্যমান স্থানগুলিতে জারি করা হয়েছে সর্তকতা। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করে সর্তকতা জারি করার কাজ শুরু হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মৎস্যজীবীদের কে সমুদ্র উপকূলে যাওয়ার জন্য লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। যারা ইতিমধ্যে সমুদ্র উপকূলে মৎস্য শিকারী গিয়েছেন তাদেরকে দ্রুত ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ | ছবিঃ সংগৃহীত

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ

আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন তান্ডব দেয়া হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ | ছবিঃ সংগৃহীত

আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ

সকাল হতেই দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে শুরু হয়েছে মেঘের আনাগোনা। বইছে ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ সহ নদিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি তান্ডব দেখাবে মেঘের গর্জন, পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া।