আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি - সংগৃহীত

আজকের আবহাওয়াঃ আজ শুক্রবার বঙ্গের বিভিন্ন স্থানের আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। এছাড়াও বঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। তবে গত বছর শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের ক্ষতবিক্ষত সারিয়ে ওঠার আগেই বঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

বঙ্গে তাপমাত্রার পারদ উঠেছে চরমে। ভ্যাপসা গরমে অস্বস্তিতে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে এবার আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যা সময়ের সঙ্গে সঙ্গে তার গতি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এর আকার নেবে। উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়-টি গত বছরের আমফানের চেয়ে কম শক্তিশালী নয়।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, , কালবৈশাখী, ঝড় বৃষ্টি
ছবি – সংগৃহীত

তবে এই ঘূর্ণিঝড় ২৬ শে মে নাগাদ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে সৃষ্টি হওয়া নিন্মচাপের কারণেই আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাব আগে থেকেই পড়বে বঙ্গে। ২২ শে মে অর্থাৎ আগামীকাল এবং ২৩ শে মে নাগাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এরপর আস্তে আস্তে ঝড়ের গতি বেগ বাড়তে শুরু করবে। তবে ২৬ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ ‘যশ’ নামের একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, , কালবৈশাখী, ঝড় বৃষ্টি
ছবি – সংগৃহীত

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৬ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে বলে জানা গিয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। তবে প্রবল ঝড় বৃষ্টির কারনে ২৩ তারিখের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র উপকূল থেকে উঠে আসার জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।