আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ওয়েব ডেস্কঃ- বিপাকে বঙ্গবাসী ! রাজ্যজুড়ে ভ্যাপসা গরম। স্বস্তির জন্য সবাই চায় বৃষ্টি। বৃষ্টি আসছে, কিন্তু সঙ্গে নিয়ে আসছে ঘূর্ণিঝড়। তবে কেউই চায়না ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে, আজ থেকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দক্ষিণবঙ্গে হবে বর্ষা।

গত বছর এই সময়ে বাংলায় প্রবেশ করেছিল ঘূর্ণিঝড় আমফান। এখনো পর্যন্ত তার ক্ষয়ক্ষতির চেহারা ঠিক ভাবে কাটিয়ে উঠতে পারেনি বঙ্গবাসী। আবার বছরের ঠিক একই সময়ে বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নিম্নচাপ এবং তারই প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে।

আগামী বুধবার স্থলভাগে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যত এই ঘূর্ণিঝড় স্থলভাগের কাছে আসবে, তত পরিমান বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এখনো পর্যন্ত এই ঝড়ের গতিবেগ আমফান এর থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সময় যত এগোবে তত নিশ্চিত হওয়া যাবে যে কেমন থাকবে এই ঝড়ের গতিবেগ।

weather, today weather news, আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, cyclone yaas
ছবি – সংগৃহীত

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে ঝাড়গ্রাম, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বর্ধমান নদীয়া তেও।

আজকের আবহাওয়া:- 

আজকের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৭৬ শতাংশ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সারাদিন আকাশ থাকবে মেঘলা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস এর ল্যান্ডফল হতে চলেছে উড়িষ্যার বালাসোরে।