আজকের আবহাওয়াঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত ইতিমধ্যেই তার শক্তি বাড়িয়েছে। যার কারণে বঙ্গে দেখা মিলছে বিক্ষিপ্ত বৃষ্টির। নিম্নচাপের জেরে গতকাল বঙ্গের বেশিরভাগ জেলাতেই দফায় দফায় বৃষ্টি হতে দেখা গিয়েছে। আজ সারদিন গোটা বঙ্গ জুড়েই জারি থাকবে এই বৃষ্টি।
আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। আজ মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘের বলয়ে ঢেকে রয়েছে গোটা বঙ্গ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়াবিদরা জানান আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী এক -দুই ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে, যার কারণেই সমুদ্র উপকূলে মৎস্যজীবীদেরকে জেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৯৪ সতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ কলকাতায় সারাদিন ধরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদাহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের জেরে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে বঙ্গে। যার জেরে ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী।