আজকের আবহাওয়াঃ ভারী নিম্নচাপের জেরে সপ্তাহের শুরু থেকেই ভিজছে গোটা বঙ্গ। নিম্নচাপের জেরে ভ্যাপসা গরমের থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী। গতকাল অর্থাৎ বুধবার থেকেই নিম্নচাপ কিছুটা কেটে গিয়েছে দেখা দিয়েছে রোদ। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণবাতটি শুক্রবার নাগাদ নিম্নচাপের সৃষ্টি হয়ে এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
সকাল থেকেই বঙ্গের আকাশ জুড়ে রয়েছে মেঘাচ্ছন্ন ভাব। মাঝেমধ্যেই ঝলমলে রোদ দেখা দিচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যার জেরে জারি করা হয়েছে কমলা সর্তকতা। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলা।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৮২ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।