পশ্চিমবঙ্গ ডেস্কঃ শক্তি বাড়াচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর সৃষ্ট নিম্নচাপ বর্তমানে তার শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্থলভাগের উপর আছড়ে পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জেরে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর তরফ থেকে আগেই জানানো হয়েছিল, গত কয়েকদিন ধরে দক্ষিণ-পূর্ব আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিন্মচাপটি ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে। যখন এই নিম্নচাপ বঙ্গোপসাগরের উপর এসে অবস্থান করবে তখন এর গতি আরও বৃদ্ধি পেয়ে স্থলভাগের উপর তান্ডব দেখাবে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা আর কে জানামিন জানিয়েছেন, “সোমবার সকালের মধ্যেই বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপ তৈরি হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিও বাড়তে থাকবে, বিকেলের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি আবহাওয়ার হঠাৎ কোনও বড় পরিবর্তন না হয়, তবে বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় অশনি পরিপূর্ণ রূপ ধারণ করবে।”
শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাছ ধরা এবং পর্যটন সহ জাহাজ চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুই দিন মৎস্য জীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুতি নিতে শুরু করেছে শনিবার থেকেই। উদ্ধারকারীদের জন্য প্রয়োজনীয় সামগ্রীও প্রস্তুত রাখা হচ্ছে। মৎস্য শিকারের জন্য মৎস্যজীবীরা যাতে সমুদ্র উপকূলে না যায়, সেদিকেও টহলদারি রাখছে সুরক্ষা বাহিনী। যারা বর্তমানে সমুদ্র উপকূলে মৎস্য শিকারের জন্য গিয়েছেন তাদেরকে দ্রুত উপকূলে ফিরে আসার জন্য সর্তকতা জারি করা হয়েছে।
জানিয়ে রাখি, দক্ষিণ-পূর্ব আন্দামান সাগরের উপর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, সেটি প্রতি ঘন্টায় ১২ কিলোমিটার গতিবেগে উত্তরের দিকে এগোচ্ছে। গত শনিবার থেকে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এদিনের সকালে দেওয়া রিপোর্ট অনুযায়ী, নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরাংশে এই নিম্নচাপটি প্রায় দু’শো কিলোমিটার দূরে অবস্থান করেছে এবং তা ধীরে ধীরে এগিয়ে আসছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে তার গতিবেগ আরো বৃদ্ধি করে স্থলভাগের উপর আছড়ে পড়বে এবং তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করবে।