weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ ভারী দুর্যোগের কবলে গোটা দক্ষিণবঙ্গ, আগামী তিন দিন জারি হলুদ সতর্কবার্তা | ছবি - সংগৃহীত

আবহাওয়াঃ গতকাল বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত তা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। যার জেরে আগামী তিন দিন হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন নিম্নচাপের জেরে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে গোটা বঙ্গ জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির দেখা মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্র উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ ভারী দুর্যোগের কবলে গোটা দক্ষিণবঙ্গ, আগামী তিন দিন জারি হলুদ সতর্কবার্তা | ছবি – সংগৃহীত

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ

আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭  ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তবে একই স্থানে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন তান্ডব দেখাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ ভারী দুর্যোগের কবলে গোটা দক্ষিণবঙ্গ, আগামী তিন দিন জারি হলুদ সতর্কবার্তা | ছবি – সংগৃহীত

আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ

নিম্নচাপের জেরে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়ার খবর (হলুদ সতর্কবার্তা):

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই তিনদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া।

মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে আজ সন্ধ্যে বেলার মধ্যেই জানি গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা ফিরে আসে এবং এর সাথে সাথে আগামী দুদিন সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।