পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রার পারদ পৌঁছেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। যা অস্বস্তি করে তুলছে বঙ্গবাসীকে। তবে ফের স্বস্তির মুখ দেখতে চলেছে বঙ্গবাসী।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঝড়-বৃষ্টি বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছু কিছু অঞ্চলে সকাল থেকে আকাশ মুখ ভার করে বসেছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা না গেলেও তাপমাত্রার পারদ পৌঁছেছে চরমে।
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়া (Weather) বিরাজ করছে। বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। আবার কোথাও হালকা রোদের দেখা মিলেছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এর জন্য তৈরি হতে চলেছে একটি ঘূর্ণিঝড়।
আজকের (Weather) আবহাওয়া:
আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৮ শতাংশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সহ নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন আবহাওয়া আগামী দুই-তিন দিন বজায় থাকবে। তবে তাপমাত্রার পারদ তেমন কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রার পারদ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।