আজকের আবহাওয়াঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত রবিবার রাত থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে গোটা দক্ষিনবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। তবে আজও দক্ষিণবঙ্গের চারটি জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
গত কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক অঞ্চল। নিম্নচাপের জেরে গোটা বঙ্গ জুড়ে ধাপে ধাপে বৃষ্টির দেখা মিলছে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। নিম্নচাপের জেরে সমুদ্র সৈকতের জল উত্তাল হয়ে উঠেছে। যার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বঙ্গের আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায়, আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে এই কয়টি জেলায় জারি করা হয়েছে কমলা সর্তকতা। আজ সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আজ সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।