তাউকটে, আবহাওয়া, আজকের আবহাওয়া, ঘূর্ণিঝড়,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজ্যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণেই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন বেশ তান্ডব দেখাবে। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

তবে অন্যদিকে সুপার সাইক্লোন ‘তাউকটে’-র পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গতবছর বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের জেরে দক্ষিণবঙ্গ প্রায় পুরোটাই তছনছ করে হয়ে গিয়েছিল। গত বছর ১৬ ই মে হয়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান। ঠিক এক বছরের মাথায় ফের এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার অর্থাৎ ১৪ ই মে আরব সাগরের গভীর নিম্নচাপ সৃষ্টি হবে। সেই নিম্নচাপ গতি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ১৬ ই মে তামিলনাড়ু, কেরল ও কর্নাটকে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রথমে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে এবং এটি উপকূলে আছড়ে পড়ার পর পরবর্তীতে গতি বাড়িয়ে প্রায় ৮০ কিলোমিটার গতিবেগ হতে পারে।

আরও পড়ুনঃ অনেকক্ষণ মাস্ক পরলে কি হতে পারে সাংঘাতিক বিপদ ? জেনে নিন বিস্তারে

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে বিশেষ সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় চলাকালীন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রসৈকতে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। আকাশে সূর্যের দেখা মিললেও মেঘাচ্ছন্ন রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন, অথচ নিজেই পাঁচ বছর ধরে অক্সিজেন সাপোর্টে

আমফানের ক্ষতবিক্ষত সেরে ওঠার আগেই আবার বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আমফানের তান্ডবের কথা ভেবেই আশঙ্কায় ধুঁকছে বঙ্গবাসী। তবে এবার আবহাওয়া দপ্তরের জানিয়ে দিল, শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়লেও বঙ্গের দিকে কোন প্রকার অভিমুখ নেই ঘূর্ণিঝড় ‘তাউকটে’-র। কিছুটা হলেও স্বস্তি পেল বাংলার মানুষ।