আজকের আবহাওয়াঃ আজ সোমবার সকাল হতে না হতেই প্রবল বৃষ্টির দেখা মিলল গোটা বঙ্গ জুড়ে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের পরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন ভারী বৃষ্টির দেখা মেলেনি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে গোটা বঙ্গ জুড়ে। তবে দিনভর এমনই আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গতকাল সকাল থেকেই আকাশ মুখ ভার করে বসেছিল। সূর্যকিরণের তেমন কোনো দেখা মেলেনি। গতকাল আবহাওয়া দপ্তরের দেওয়া বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দেখা মেলেনি বৃষ্টির। তবে সোমবার আবহাওয়ার বদল দেখা গেল। গোটা বঙ্গ ভিজেছে প্রবল বৃষ্টিতে। অবশেষে স্বস্তির মুখ খুঁজে পেলো বাংলার মানুষ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আজ সারাদিন এমন আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজকের (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশেে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম ও নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।