পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই বাংলা থেকে বিদায় নিয়েছে শীত এবং গরমের আভাস কিছু দিন আগে থেকে পেয়ে গিয়েছে রাজ্যবাসী। আর এর মধ্যেই রাজ্যের ছয়টি জেলায় আগামী দুদিন ধরে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গের চারটি এবং উত্তরবঙ্গের দুটি জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলায় আবহাওয়া থাকবে রৌদ্রোজ্জ্বল। তবে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ওড়িশা হয়ে বাংলার দিকে ঢুকেছে। এর প্রভাবেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ওই ছয়টি জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর :
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি শুরু হবে আজ থেকেই। এই বৃষ্টির প্রভাবে এই দুটি জেলায় অন্যদিনের তুলনায় তাপমাত্রা কম থাকবে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে স্বাভাবিক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ এর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গরমের আগমন শুরু হয়ে গেলেও বৃষ্টির প্রভাবে এই চারটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় আবহাওয়া থাকবে স্বাভাবিক এবং বেলা বাড়ার সাথে সাথে ভালোই তাপমাত্রা অনুভব করবে দক্ষিণবঙ্গবাসী।
কলকাতার আবহাওয়ার খবর :
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হাজার ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। আকাশ আংশিক মেঘে ঢাকা থাকলেও, আজ কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া :-
আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে আগামীকালও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ এর সাথে হালকা বৃষ্টির পূর্বাভাস এর কথা জানানো হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে আগামীকাল থেকে আরও তাপমাত্রা বাড়বে বলে জানা যাচ্ছে।