today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
Weather Update: অবশেষে রাজ্যে কনকনে ঠান্ডার আগমন! নতুন বছরে তাপমাত্রা বৃদ্ধি নাকি হ্রাসের ইঙ্গিত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই হাসি ফুটতে শুরু করেছে শীত-প্রেমীদের মুখে। গত সপ্তাহের শেষ থেকেই বেশ কনকনে ঠান্ডা উপভোগ করছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী বৃহস্পতিবার থেকে বাংলায় জাঁকিয়ে শীত পড়তে চলেছে। তবে সেই সাথে সকালের দিকে থাকবে গাঢ় কুয়াশা, দেখা যাবে মেঘলা আকাশ।

আজকের আবহাওয়াঃ

সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৫.২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৯০ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৬৫ শতাংশ
বৃষ্টিপাতঃ সম্ভাবনা একদমই নেই
হওয়ার গতিবেগঃ ১.৮ কিমি/ ঘন্টা
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৭মি
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ০৪মি

উত্তরবঙ্গের আবহাওয়াঃ
উত্তরবঙ্গে আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে পার্বত্য জেলাগুলিতে ঘন কুয়াশা পরার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠে আকাশ পরিস্কার হয়ে যাবে। তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণ বঙ্গের আবহাওয়াঃ

দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। কলকাতায় সকালের দিকে গাঢ় কুয়াশা দেখা যাবে। পরের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন ১৭ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরো কম থাকবে।

আগামীকালের আবহাওয়াঃ

আগামী দু-তিন দিন আবহাওয়া এক জায়গা থাকলেও শনি থেকে রবিবারের মধ্যে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। সেই সাথে জেলার তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নিচে নামবে। মূলত উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু অবাধে ঢুকতে শুরু করায় অবশেষে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলছে সপ্তাহের শেষ ভাগে।