today weather news, weather, weather news, weather update, west bengal, weather in west bengal, আজকের আবহাওয়ার খবর, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের আবহাওয়া
Weather Update: ডিসেম্বরের মাঝেই কি তবে শীতের হদিশ বাংলায়? জানুন আবহাওয়ার খবর | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা কম থাকবে। তাই বলে আবহাওয়ার বিরাট কোনো পরিবর্তন দেখা যাবে না। গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

গত কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬  ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। সেই সাথে সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশার দেখা মিলতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া দিনের বেলায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ পরিষ্কার থাকবে। আজ দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতার সর্ব্বোচ্চ পরিমান থাকবে ৭৭ শতাংশ এবং আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন পরিমান থাকবে ৫২ শতাংশ।

সপ্তাহের শেষের দিকে উত্তরে হওয়ার দাপট বাড়বে। সেই সাথে হু হু করে তাপমাত্রার পারদ নামতে থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত মনে করা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থেকে মুক্ত হয়ে বাংলায় শীত আসতে চলেছে। তবে রাজ্যে কনকনে শীত কবে পড়বে, সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও মেলেনি।

ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পঙের কোন কোন এলাকায় হালকা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। তা বাদে গোটা রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রায় কোন পরিবর্তন আসবে না। তবে আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা কমে যেতে পারে।