weather news, today weather, weather, আবহাওয়া, আজকের আবহাওয়া,
Weather Update: ক্রিসমাসের আনন্দে জল ঢালতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্ত, উর্ধ্বমুখী হবে তাপমাত্রা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে দরজায় কড়া নেড়েছে শীত। আর এই ডিসেম্বর মাসে বড়দিন নিয়ে সকলের মনেই রয়েছে আনন্দ উচ্ছ্বাস। কিন্তু তারই মাঝে খারাপ খবর দিয়েছে আবহাওয়া দফতর। ২৫ শে ডিসেম্বর মানে একটু ঠান্ডার মেজাজ থাকবে তা সকলেরই জানা। কিন্তু সম্প্রতি আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে কয়েকদিন আগের থেকে তাপমাত্রা উর্ধ্বমুখী হয়েছে।

শীতকাল মানেই প্রত্যেক মানুষের মনে পরিকল্পনা চলে কোথাও ঘুরতে যাওয়ার। এছাড়া এই শীতকালে অনেকেই পিকনিক করতে যায় নানা জায়গায়। তবে এই সময়ে সবচেয়ে প্রিয় এক উৎসব হলো ক্রিসমাস। যেটি খ্রিস্টানদের উৎসব হলেও বর্তমানে সকলেই তা পালন করেন। ক্রিসমাস উপলক্ষে সেজে ওঠে কলকাতা। কিন্তু তারই মাঝে আবহাওয়া দফতর জানিয়েছে, এই ক্রিসমাসে সেরকম ভাবে ঠান্ডা থাকবে না।

আলিপুর আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে, আগামী ২৩ শে ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। তবে ২৩ শে ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ঘন কুয়াশা থাকবে। কিন্তু বৃষ্টির কোনো আভাস পাওয়া যাচ্ছে না। এরপরে ২৪ শে ডিসেম্বর বঙ্গোপসাগরে তৈরি হবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যার কারণে ২৩ শে ডিসেম্বর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ফলসরূপ, ২৫ শে ডিসেম্বর ক্রিসমাসে তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে বলেই জানা যাচ্ছে।

বেশ কয়েকদিন আগে তাপমাত্রা একটু নিম্নমুখী হয়েছিল। কিন্তু গত বুধবার সর্বনিন্ম তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ১৫ ডিগ্রিতে দাঁড়িয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে আছে। তবে এই তাপমাত্রা কিছুদিন পর আরো উর্ধ্বমুখী হবে বলেই জানা যাচ্ছে। তাই কুয়াশা থাকলেও বাকিটা সময় আকাশ থাকবে রোদ ঝলমলে। ফলস্বরূপ, সেরকম ভাবে শীতের আমেজ দেখা যাবে না চলতি বছরের শেষ মাসে।