today weather news, weather, weather news, weather update, west bengal, today weather in west bengal, আজকের আবহাওয়ার খবর, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে আজকের আবহাওয়া
Weather Update : আজকের আবহাওয়া ! দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে শীতের আমেজ বাংলায় | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ অবশেষে শীতের আমেজ কলকাতায়। শহরতলীতে আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । গতকাল অর্থাৎ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি কম।

কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এমনকি উত্তরবঙ্গেও বৃষ্টির কোন পূর্বাভাস দেওয়া হয়নি। তবে গত দুদিনের মতো দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি ছয়টি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। আকাশ থাকবে ঝকঝকে পরিষ্কার।

আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহা নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে শীতল উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। যার কারণে গোটা রাজ্য জুড়ে তাপমাত্রার পতন ঘটেছে। আগামী দুই-তিন দিন এমন কনকনে ঠান্ডা অনুভূত হবে।

তবে তিনি এও জানিয়েছেন, দু-তিন দিন জাঁকিয়ে ঠান্ডা পরার পর নতুন করে তাপমাত্রা নিম্নগামী হবে না। বরং ৪৮ থেকে ৭২ ঘন্টা পর থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। ফিরে যাবে বৃহস্পতি-শুক্রবারের তাপমাত্রার কাছাকাছি।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি হলেও তা সোমবার ও মঙ্গলবার নাগাদ হতে পারে। গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বভাস না থাকলেও হিমালয়ের কোলে অবস্থিত হওয়ায় কুয়াশা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা পড়লেও তা অত্যাধিক মাত্রায় সমস্যা সৃষ্টি করবে না বলে জানানো হয়েছে। আজকে বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৭৫ শতাংশ। আজকে সূর্যোদয়ের সময় ভোর ৬ঃ১০ এবং সূর্যাস্ত যাবে বিকেল ৪ঃ৫৬-এ।