পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যার ফলে বাংলার আকাশে ঢুকবে জলীয় বাষ্প এবং বাধা পাবে উত্তরের-হওয়া। যে কারণে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে এবং শীতের প্রকোপ কমবে তাই এবারের বড়দিন বাঙালির উষ্ণই কাটবে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এবং উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে ভারী কুয়াশার প্রকোপ পরিলক্ষিত হবে। তবে সকালের দিকে কুয়াশা পড়লেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হয়ে যাবে। আপাতত কোথাও বৃষ্টির কোন পূর্বভাস নেই।
বাংলার আবহাওয়া বিপরীতমুখী হলেও ভারতের বেশ কিছু অঞ্চলে প্রবল শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় প্রবল শৈত্যপ্রবাহ চলবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তেমনই গতকালের তুলনায় আজ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৪২ শতাংশ। তবে আগামীদিনে কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৫ ডিগ্রি সেলসিয়াস
সূর্যোদয়ঃ ভোর ৬:১৩ সূর্যাস্তঃ বিকেল ৪:৫৯