today weather news, today's weather, weather, weather news, weather update, west bengal, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গ
Weather Update: আজকের আবহাওয়া! বড়দিনে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আবহাওয়াদপ্তরের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের তাপমাত্রার পতন ঘটল শহরতলীতে। আজ বুধবার কলকাতায় দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে রৌদ্র উঠবে।

আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং বাদে অন্য কোথাও বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। রাতের দিকেও বেশ শিশির পড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের দাবি, আগামী শুক্রবার পর্যন্ত বর্তমানের আবহাওয়াই বজায় থাকবে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবাতের জেরে খানিকটা বাধা পেয়েছে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু। যার ফলে সাময়িকভাবে শীত আটকে গিয়েছিল বাংলায়। কিন্তু মঙ্গলবার থেকে সেই ঘূর্ণাবত সরে যাওয়ায় আজ থেকে আবারও শীত পড়তে শুরু করেছে।

তবে শুক্রবার থেকে আবারও একটি বিপরীত ঘূর্ণবাত তৈরি হওয়াতে থমকে যাবে শীতের আমেজ। এই বিপরীত ঘূর্ণবাতের ফলে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে বাংলার আকাশে। যার ফলে তাপমাত্রা বাড়বে এবং এবারের বড়দিনেও ততটা শীত পড়বে না। থাকবে উষ্ণতার ছোঁয়া।

কলকাতায় তাপমাত্রা খানিকটা বাড়লেও শীতের আমেজ একেবারে মিইয়ে যায়নি। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে যথেষ্ট ঠান্ডা রয়েছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে বেলা বাড়লেও কুয়াশা দাপট বজায় থাকছে। এছাড়া উত্তরবঙ্গ জেলাগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির কাছাকাছি। সূর্যোদয় হয়েছে ভোর ৬ঃ১২ এবং সূর্যাস্ত হবে বিকেল ৪ঃ৫৭।