পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– যথারীতি আবারও বাড়তে শুরু কয়েছে তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ না বাড়লেও দিনের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় আড়াই ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। জানা গিয়েছে যে, শিবরাত্রির পরে বাংলায় নতুন করে আর শীত ফিরে আসার সম্ভাবনা নেই।
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।
দিনের সর্বনিম্ন তাপমাত্রা: ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসের গতিবেগ: ০ কিমি প্রতি ঘন্টা।
বৃষ্টির সম্ভাবনা: নেই।
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ: ৮৫ শতাংশ।
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণ: ৫০ শতাংশ।
সূর্যোদয়: ৬ টা বেজে ০৭ মিনিট।
সূর্যাস্ত: ৫ টা বেজে ৩৪ মিনিট।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ থেকে শীত বিদায় নিলেও তার লেজ এখনো রয়ে গেছে। তবে আগামী তিন চার দিনের মধ্যে উত্তরবঙ্গের রাতের সর্বনিম্ন তাপমাত্রার ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দুদিন উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা না থাকলেও রবিবারের পর থেকে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গোটা উত্তরবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে আগামী পাঁচ দিন। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা মোটের উপর ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলেও খুব তাড়াতাড়ি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কুয়াশার কারণে সকালের দিকে মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠবে এবং চড়চড় করে বাড়বে দিনের তাপমাত্রা। শহরের উপর ঘাম ঝরানো গরম পড়া শুরু হবে। তবে পুরুলিয়া বা বাঁকুড়ার মত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে খানিকটা কম থাকবে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া খানিকটা স্থিতাবস্থায় থাকলেও ১৯ তারিখের পর থেকে বাড়তে থাকবে তাপমাত্রা। এই মুহূর্তেই কলকাতা শহরের থেকে শীতের আমেজ পুরোপুরি বিদায় নিয়েছে। আগামী রবিবারের পর থেকে রীতিমতো গরমকালের আবহাওয়া দেখা যাবে কলকাতায়। তবে বঙ্গোপসাগরের উপকূলীয় জেলা গুলি এবং পশ্চিমের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভব করা যাবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দৃষ্টির কোন পূর্বাভাস না থাকলেও আরো বেশ কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে।